সাধারণত কোনো সামাজিক উদ্যোগ বাস্তবায়নে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করাকে ফান্ড রাইজিং বলে। তহবিল সংগ্রহ হলো একটি উল্লেখ যোগ্য উপায় যার মাধ্যমে অলাভজনক সংস্থাগুলো তাদের পরিচালনার জন্য অর্থ গ্রহণ করতে পারে। আর যখন এই তহবিল সংগ্রহ অনলাইন ভিত্তিতে ব্যবসায়ের বা সামাজিক কাজের জন্য করা হয় তাকে ক্রাউড ফান্ডিং বলে। ব্যবসায়িক উদ্দেশ্যে বন্ধু, পরিবার, বিনিয়োগকারী কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়, এ পদ্ধতিতে বৃহত্তর একটি জনগোষ্ঠী কে ব্যবসায়ীক বা সামাজিক উদ্যেশ্যে একত্রিত করা হয়।
যখন বৃহত্তর ভাবে কোনো সামাজিক উদ্যােগ গ্রহণ করা হয় তখন ক্রাউড ফান্ডিং ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ করে তহবিল সংগ্রহ ও নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করে কোনো ব্যবসায়ীক ও সামাজিক কায্যক্রমকে প্রতিষ্ঠিত করাই হলো এর উদ্দ্যেশ্য। ক্রাউড ফান্ডিং মূলত সাধারণভাবে যে পদ্ধতিতে ব্যবসায় মূলধন সংগ্রহ করা হয় তার বিপরীত পদ্ধতি। সাধারণত ব্যবসায়ের জন্য মূলধন সংগ্রহ করতে হলে পরিকল্পনা ও বাজার গবেষণা করে কোম্পানির সকল তথ্য উল্লেখ করে একটি বিবরণ পত্র তৈরি করা হয়। পরবর্তীতে সেই বিবরণ পত্র গুলো বিভিন্ন প্রতিষ্ঠান ও ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়।
অন্যদিকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে একটি একক প্লাটফর্মের মাধ্যমে পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সঠিক বিনিয়োগকারী কে খুজে ফান্ড রাইজিং করা হয়। একটি ফান্ডেবল ক্রাউড ফান্ডিং প্লার্টফর্ম ব্যবহার করে হাজার হাজার বিনিয়োগকারীর সাথে যোগাযোগ করা যায়। এর মাধ্যমে বিনিয়োগকারী অর্থ সংগ্রহের প্রচারণা, ব্যবসায় পদ্ধতি দেখতে ও বিভিন্ন ভাবে অংশগ্রহণের করতে পারে এতে করে ফান্ড রাইজিং দ্রুত করা যায়।
About Us
Address