Topic

Wantrepreneur

Sep 16, 2021
blog1

এই শব্দটিকে একটু ব্যঙ্গাত্মক সুরে ব্যবহার করা হয়। আগে উদ্যোক্তা নাম টা শুনলেই অনেকে খুব একটা দাম দিতো না আর এখন এটার ভ্যালু এড হয়েছে। পাশাপাশি অনেক সো কল্ড উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা নিজেদের উদ্যোক্তা হিসেবে দাবী করলেও সঠিক উদ্যোক্তা নন। আর যাদের কে আমরা Wantrepreneur বলতে পারি।

এদের সমস্যা গুলো হলোঃ মুড সুইংঃ দফায় দফায় যদি কোনো মানুষের কাজ করার ক্ষেত্রে মোটিভেশন পরিবর্তন হয় বা যখন তখন প্ল্যান পরিবর্তন হয় তাহলে সেই মানুষের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না। সে অর্থের পেছনে ছোটে। আত্মবিশ্বাস নেই ওই ব্যক্তির। তাহলে কখনোই সে উদ্যোক্তা হতে পারবে না, সে একজন wantrepreneur.

আলসেমিঃ একজন উদ্যোক্তা কে হতে হয় কঠোর পরিশ্রমী ও দৃঢ় প্রত্যয়ী। প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপ দেখে, শুনে, বুঝে নিতে হয়। সফল হবার একটা মানসিকতা কাজ করে, লোভের জন্য নয়। সুতরাং প্ল্যান অনুযায়ী পুরোদমে লেগে থাকেন যিনি তিনিই প্রকৃত উদ্যোক্তা। তানাহলে তিনি হবেন wantrepreneur.

ক্লোন প্ল্যানঃ আপনার ব্যবসা বা কোনো উদ্যোগের মধ্যে আপনার স্বকীয়তা থাকা অত্যাবশ্যক। হ্যাঁ, আপনি ইন্ধন জোগাতে পারেন, তবে পুরোপুরিভাবে অপরের পদ্ধতি কপি করতে পারেন না। এতে আপনার নিজস্বতা নষ্ট হয়। হয়তো কিছুদিন আপনি কনজিউমার এর কাছাকাছি থাকবেন কিন্তু প্রকৃতপক্ষে প্রথমজনের কাছেই মানুষ ভিড়বেন। সুতরাং উদ্যোক্তা হবার আগে আপনি কেন ব্যতিক্রম অন্য উদ্যোক্তাদের থেকে সেইটা খুঁজে বের করুন, তানাহলে আপনি wantrepreneur হিসেবে থেকে যাবেন।

Contact Us

Get In Touch

About Us



School of Inspiration started with the vision to empower Youths and any apprentices with various skills.

Join Our Community