Topic

স্টারলিঙ্ক

Sep 15, 2021
blog1

স্টারলিঙ্ক হলো স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য স্পেস এক্স এর নির্মাণাধীন একটি কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামন্ডল। এই তারকামন্ডলে পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) হাজার হাজার ছোট কৃত্রিম উপগ্রহ থাকবে যা ভূমির ট্রান্সসিভারের সাথে একত্রে কাজ করবে। এটির মধ্যে ই-ব্যন্ড ফেইজড অ্যারে এন্টিনা এবং হল ইফেক্ট ব্যাবহার করা হবে। ওয়াশিংটনের রেডমন্ডের স্পেসএক্স স্যাটেলাইট ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটি স্টারলিংক গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং কক্ষপথ নিয়ন্ত্রণ করে।

২২ ফেব্রুয়ারি ২০১৮ সালে এটিতে প্রথম উৎক্ষেপণ শুরু করে এবং সব গুলো উপগ্রহ প্রেরণ শেষ হয় ২৫ নভেম্বর ২০২০ সালে। ২০১৮ সালের মে মাসে দশক দীর্ঘ এই তারকামণ্ডল প্রকল্পটির নকশা, নির্মাণ এবং স্থাপনের জন্য ব্যয় হিসাবে স্পেসএক্স প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার অনুমান করেছিল।


এরই মধ্য দিয়ে ইন্টারনেটের দুনিয়ায় এক যুগান্তকারী সাফল্যলাভ করবে স্পেস এক্স কোম্পানি। ভবিষ্যতের 5G, এই স্টারলিঙ্ক এর সাথে চ্যালেঞ্জ মোকাবেলায় জিতবে কিনা সেটাই এখন দেখবার বিষয়।

Contact Us

Get In Touch

About Us



School of Inspiration started with the vision to empower Youths and any apprentices with various skills.

Join Our Community