RMG Sector এর পূর্ণরূপ হলো Ready Made Garments বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাকের উপর দাড়ানো। রপ্তানি বৃদ্বি, জিডিপিতে অবদান, কর্ম সংস্থান সৃষ্টি সহ সকল হ্মেত্রেই তৈরি পোশাক দেশের জন্য আশীর্বাদ স্বরূপ। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ২য় বৃহত্তম অবস্থানে রয়েছে।
বর্তমানে তরুণ প্রজন্মের জন্য ক্যারিয়ার গঠনের হ্মেত্রে পোশাক শিল্প একটি বড় মাধ্যম হতে পারে। কারন গার্মেন্টস শিল্প একক ভাবে দেশের বৃহত্তম নিয়োগদাতা ফলে এখানে একজন চাকুরিজীবির ক্যারিয়ার বাউন্ডারি ও চয়েজ বিশাল। এছাড়া এখানে হাইলি কোয়ালিফাইড কর্মীর সংখ্যা হাতে গোনা। তাই প্রতিযোগী অনেক কম। একজন যোগ্য দহ্মতা সম্পূর্ণ গ্রাজুয়েট ব্যক্তি সহজেই এ শিল্পে তার ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
RMG সেক্টরে যে যে বিভাগে কাজ করার সুযোগ রয়েছেঃ
About Us
Address